ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো এনজিওকর্মীর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার এক সহকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ মে) দুপুরে উপজেলার সেনেরহুদা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এনজিওকর্মী নাজমা খাতুন (৩০) যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সাত্তার সরদারের মেয়ে। তিনি ব্র্যাক এনজিওর আঞ্চলিক শাখার ঋণ কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
আহত কর্মী অনাদি চরণ (৪০) সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ধুমঘাট শিংতলা গ্রামের নিরঞ্জন বৈদ্যের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাজমা ও অনাদি চরণ দুপুর পৌনে ১টার দিকে মোটরসাইকেলযোগে সেনেরহুদা যাচ্ছিলেন। এসময় সেনেরহুদা-দেহাটি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নাজমা ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আর অনাদি চরণ আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান। আহত অনাদি চরণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
ব্র্যাকের আন্দুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, নিহতের পরিবারের সদস্যরা চাইলে এ ঘটনায় সংস্থার পক্ষ থেকে মামলা করা হবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এমআরআর/এএসএম