মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জামালপুরের মেলান্দহ উপজেলায় ভটভটি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার দুপুর ২টার দিকে আদ্রা ইউনিয়নের কোর্টের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই আকন্দ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মেলান্দহ থেকে হাজরাবাড়ি যাওয়ার পথে মালবোঝাই একটি ভটভটির সঙ্গে আদ্রা ইউনিয়নের কোর্টের বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার যাত্রী আব্দুল হাই আকন্দমহ (৬০) চারজন গুরুতর আহত হন।
আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আব্দুল হাই আকন্দের মৃত্যু হয়। গুরুতর আহত আহত ইউনুছ আলী(৭০), মোফাজ্জল হোসেন (৩৫) ও সলিম উদ্দিনকে (৭০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
শুভ্র মেহেদী/এআরএ/এমএস