৫ ছেলেকেই সমান ভাগ দিতে চাওয়ায় বাবাকে কোপালেন এক ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৫ মে ২০২৩
বৃদ্ধ সিরাজ মল্লিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমির সমান ভাগ দিতে চাওয়ায় সিরাজ মল্লিক (৮৭) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখমের পর পালিয়েছেন তার ছেলে ইয়াহিয়া মল্লিক।

বৃহস্পতিবার (৪ মে) রাত ৯টার দিকে উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের মাজহাদ গ্রামে পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বৃদ্ধকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সিরাজ মল্লিক অভিযোগ করে বলেন, ‘আমার পাঁচ ছেলের মধ্যে সব জমিজমা বণ্টন করে দিতে চাই। আমার মেজ ছেলে ইয়াহিয়া আমার প্রস্তাবে একমত না হয়ে রাতে আমার সঙ্গে উগ্র আচরণ করে। আমার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াহিয়া ধারালো অস্ত্র দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়।’

এদিকে ঘটনার পর থেকে ইয়াহিয়া মল্লিক পলাতক বিধায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম জাগো নিউজকে বলেন, বৃদ্ধের হাত-পা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়েছে। ক্ষতস্থানে ২০টি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে বলেন, ঘটনা শুনেছি। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হুসাইন মালিক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।