শেরপুরের মোটরযান পরিদর্শক আবু পলাশকে বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৫ মে ২০২৩

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শেরপুর সার্কেলের মোটরযান পরিদর্শক আবু পলাশকে সদর কার্যালয়ে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুর রাজ্জাক (উপসচিব) সই করা এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিআরটিএ শেরপুর সার্কেলের মোটরযান পরিদর্শক আবু পলাশকে বিআরটিএ সদর কার্যালয়ে বদলি করা হলো। বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক ফজলুর রহমানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উক্ত সার্কেলের মোটরযান পরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনাও দেওয়া হয় আদেশে।

আবু পলাশ শেরপুর বিআরটিএ সার্কেলে দায়িত্বে থাকাকালে তার মামাতো ভাই বিপুল মিয়াকে দিয়ে লাইসেন্স প্রার্থীদের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ২ মে ‘বিআরটিএ: ঘুস দিলেই লাইসেন্স মেলে শেরপুরে’ শিরোনামে প্রতিবেদন প্রচার করে জাগো নিউজ।

ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।