শিক্ষার্থীকে অপহরণচেষ্টা, দুইজনকে আটক করলো জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৭ মে ২০২৩

নীলফামারীর জলঢাকা উপজেলায় এক মাদরাসার শিক্ষার্থীকে অপহরণের সময় দুই ভাইকে আটক করেন স্থানীয় জনগণ। খবর পেয়ে তাদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৭ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে৷ এর আগে শনিবার (৬ মে) উপজেলার শিমুলবাড়ি এলাকা থেকে তাদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

অপহরণকারীরা হলেন উপজেলার শিমুলবাড়ি এলাকার মাজেদুল ইসলামের ছেলে লিমন ইসলাম (১৯) ও একই এলাকার আমিনুর রহমানের ছেলে আশরাফুল (২০)। তারা দুইজন চাচাতো ভাই।

পুলিশ সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীকে অপহরণ করে পরিবারের কাছ থেকে টাকা আদায়ের পরিকল্পনা করেন লিমন ও আশরাফুল। পরিকল্পনা মতো শনিবার তারা মাদরাসায় এসে ওই শিক্ষার্থীকে অপহরণ করতে যান। এসময় ওই শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এসে লিমন ও আশরাফুলকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। পরে ওই মাদরাসার শিক্ষক রোকন ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। রোববার দুপুরে তাদের আদালতে পাঠায় জলঢাকা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব জাগো নিউজকে বলেন, শিক্ষার্থী অপহরণের সময় জনগণের হাতে ধরা পড়ে তারা। আমরা খবর পেয়ে তাদের গ্রেফতার করি। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রাজু আহম্মেদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।