বঙ্গবন্ধু হত্যার পর এই জাতি বজ্জাতদের হাতে পড়েছিল: ইয়াফেস ওসমান
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বঙ্গবন্ধুকন্যার হাত ধরে বাংলাদেশ আজ প্রতিদিনই বদলে যাচ্ছে।
তিনি বলেন, বাঙালি কিন্তু নিচে পড়ে থাকার জাতি নয়, বঙ্গবন্ধু হত্যার পর এই জাতি বজ্জাতদের হাতে পড়েছিল।
রোববার (৭ মে) দুপুরে জয়পুরহাটে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২১ বছর আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে পথ হেঁটেছেন। আপনাদের সামনে কোনো স্বপ্ন ছিল না। বঙ্গবন্ধুকন্যা আবার সেই স্বপ্ন ফিরে এনেছেন। সামনে নির্বাচন আসছে, সেখানে আপনাদের বড় ভূমিকা রাখতে হবে।
বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বিসিএসআইআর পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান।
এমআরআর/জেআইএম