সিরাজগঞ্জে নারীসহ দুই মাদক কারবারি আটক
সিরাজগঞ্জের তাড়াশে ৯৫৫ গ্রাম হেরোইনসহ দুজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মান্নান নগর মোড়ে যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহীর রাজপাড়ার লক্ষ্মীপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খুদা (২৭) ও গোদাগাড়ী থানার দীঘিরাম গুন্টিহর গ্রামের মৃত মজিবরের স্ত্রী হাওয়ানুর বেগম (৩০)।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার আবুল হাসেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে হেরোইনসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল ও নগদ এক হাজার ২৯০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।
এম এ মালেক/আরএইচ/জিকেএস