পঞ্চগড়ে অস্ত্র মামলায় দুজনের ১৭ বছর করে কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৯ মে ২০২৩
ফাইল ছবি

পঞ্চগড়ে পৃথক মামলায় দুজনের ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ মে) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এ আদেশ দেন। এর মধ্যে এক মামলায় চারজনকে খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার কানকাটা এলাকার রনজু মিয়া (৪১) ও শারিয়ালজোত এলাকার নেকবর খান (৪৬)। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অপরদিকে খালাসপ্রাপ্তরা হলেন- দুলাল উদ্দিন (৪০), হাফিজ উদ্দিন (৪০), শেকু (৩৫) ও শহীদুল ইসলাম (৪৬)।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর উপজেলার নারায়ণজোত বিওপির টহলরত বিজিবির সদস্যরা অস্ত্রসহ রনজুকে আটক করে। পরে রনজু মিয়াসহ পাঁচজনের নামে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত রনজু মিয়াকে ১৭ বছরের কারাদণ্ড দিয়ে বাকিদের খালাস দেন।

আরও পড়ুন: দুই মাদক কারবারির কারাদণ্ড

অপরদিকে ২০১৪ সালের ২৫ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেতুঁলিয়া কোম্পানির বিজিবি সদস্যরা শারিয়ালজোত এলাকায় নেকবর খানের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করে। পরদিন তাকে আসামি করে তেতুঁলিয়া মডেল থানায় মামলা করা হয়। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত নেকবর খানকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান বলেন, দুটি অস্ত্র মামলায় দুই আসামির ১৭ বছর করে সাজা দেওয়া হয়।

সফিকুল আলম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।