চট্টগ্রামে দুই মাদক কারবারির কারাদণ্ড
চট্টগ্রামে দুই মাদক কারবারিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২ এপ্রিল) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রতন রুদ্র (৫২) ও মিজানুর রহমান (২৪)। রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন বলেন জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ।
তিনি বলেন, কর্ণফুলী থানার একটি মাদকের মামলায় অভিযোগপত্রের দুই আসামি রতন রুদ্র ও মিজানুর রহমানকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিযেছেন বিচারক। একই রায়ে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১৭ এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ রতন রুদ্র ও মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। পরে পুলিশ এ মামলায় দুইজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।
ইকবাল হোসেন/এমআরএম/জিকেএস