দর্শনায় ক্লিনিক সিলগালা, মালিকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৯ মে ২০২৩

চুয়াডাঙ্গার দর্শনায় অবৈধভাবে পরিচালিত ক্লিনিক সিলগালা করে মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ মে) দুপুরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দর্শনার পুরাতন বাজারের বারাকা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছেন ফিরোজ আহমেদ ও তার স্ত্রী শাওন আক্তার। ফিরোজ আহমেদ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সেখানে রোগী দেখছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ফিরোজ আহমেদকে পাওয়া না গেলেও শাওন আক্তার ক্লিনিকের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

আরও পড়ুন: ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

এছাড়াও সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ওই ক্লিনিক সিলগালা করে শাওন আক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহানা ওয়াহিদ তানি বলেন, ফিরোজ আহমেদকে ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

হুসাইন মালিক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।