চুয়াডাঙ্গায় দুই ব্যবসাপ্রতিষ্ঠানের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১০ মে ২০২৩

চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ মে) সদরের সার্কিট হাউজ ও হাটকালুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ এ আদেশ দেন।

আরও পড়ুন: অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে জরিমানা 

jagonews24

তিনি জানান, সার্কিট হাউজ এলাকায় মেসার্স নিউ তানিয়া ফ্লাওয়ার মিলে আটা-ময়দা ও ভূষিতে ওজন, মেয়াদ, মূল্য না থাকায় প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন হাটকালুগঞ্জ এলাকায় মেসার্স মর্ডান স্টোরে মূল্যতালিকা না থাকায় প্রতিষ্ঠান মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।