নীলফামারীতে আগুনে পুড়লো ১২ পরিবারের ২৩ ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১০ মে ২০২৩

নীলফামারীর জলঢাকা উপজেলায় অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের ২৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও আর্থিক সহযোগিতা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১০ মে) দুপুরে উপজেলার কাঁঠালি ইউনিয়নের দক্ষিণ দেশিবাই হাজিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, দুপুর দেরটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

jagonews24

তবে তার আগেই ১২টি পরিবারের ২৩টি ঘর পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনার কয়েক ঘণ্টা পরেই বিকেল ৩টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় প্রতি পরিবারের মাঝে পাঁচ হাজার করে টাকা, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করেন।

jagonews24

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ রিফাত আল মামুন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেলা প্রশাসক পঙ্গজ ঘোষ জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া মাত্র উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে প্রতি পরিবারকে শুকনো খাবার, কম্বল ও আর্থিক সহযোগিতা করা হয়েছে। তারা তারা যেন পুনর্বাসিত হতে পারে সেজন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

রাজু আহম্মেদ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।