দুলাভাইয়ের হাতে শ্যালক খুন : গ্রেফতার ৩


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ০৯ মার্চ ২০১৬

সিলেটের পাঠানটুলায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুনের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে মহানগরের জালালাবাদ থানায় নিহত আনোয়ারের বাবা আব্দুল খালিক মেয়ের জামাই এনামুল কবিরকে প্রধান আসামি করে এনামুলের বাবা,মা ও মামাসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে ঘাতক এনামুলের বাবা হুশিয়ার আলী, মা রুকিয়া বেগম এবং মামা আলা-উদ্দিনকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের মধ্যে এনামুল ছাড়া অন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এনামুলকেও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Muarder-Anuwar

অপরদিকে আনোয়ারের মরদেহের ময়না তদন্ত শেষে বেলা ২টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতকের আনুজানির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে নগরের মদিনা মার্কেট এলাকার পাঠানটুলায় পারিবারিক কলহের জের ধরে আনোয়ার হোসেনকে (২২) এলোপাথাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেন তার দুলাভাই এনামুল।

নিহত আনোয়ার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার আনুজানি গ্রামের আব্দুল খালিকের ছেলে। তিনি এমসি কলেজে বিএ পাসের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ছামির মাহমুদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।