রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন, সম্পাদক সোয়েব
দীর্ঘ ৩৯ মাস অপেক্ষার পর নতুন কমিটি পেয়েছে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ। নতুন এ কমিটিতে রবিন সরকারকে সভাপতি, সোয়েব আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এর আগে সোমবার (৮ মে) সকালে ‘রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি নেই ৩৯ মাস’ শিরোনামে জাগো নিউজে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। উক্ত প্রতিবেদনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করার বিষয়টি উল্লেখ করেছিলেন।
আরও পড়ুন: রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি নেই ৩৯ মাস
নাম প্রকাশ না শর্তে উপজেলার কয়েকটি ছাত্রলীগের ইউনিটের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ প্রতিক্ষার পর এ আংশিক কমিটি অনুমোদন হলেও সংগঠনটির বড় দুই পদের সঠিক নেতৃত্ব গঠিত হয়নি। কারণ কমিটিতে যাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে প্রত্যক্ষভাবে কাজ করেছিলেন।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে স্থান পাওয়া সাব্বির আহমেদ স্বাধীন তার পদত্যাগের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বরাবর আমার পদত্যাগপত্রটি জমা দিয়েছি।
এ উপজেলা ছাত্রলীগের সবশেষ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ১৪ অক্টোবর। এ সম্মেলনের মাধ্যমে এক বছরের জন্য কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। ওই কমিটিতে গোলাম হোসেন শোভন সরকার সভাপতি ও জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
তবে সংগঠনটির সভাপতি শোভন সরকার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় কমিটি ২০২০ সালের ২৪ জানুয়ারি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ।
এমএ মালেক/আরএইচ/এএসএম