ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কামরুজ্জামান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১১ মে ২০২৩

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান বিপিএম। তিনি শেরপুর পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন।

বুধবার (১০ মে) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে পুরস্কার দেওয়া হয়।

সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) আবিদা সুলতানা বিপিএমসহ বিভাগে কর্মরত পুলিশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শেরপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, এ সম্মাননা জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।