প্রতিবেশীর জানাজায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন সাবেক অধ্যক্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ মে ২০২৩

জামালপুরের মাদারগঞ্জে প্রতিবেশীর জানাজায় স্মৃতিচারণ করে বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আলমগীর কবির (৭৭) নামের সাবেক এক অধ্যক্ষ। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে উপজেলার মিয়াসাব পাড়ায় এ ঘটনা ঘটে।

আলমগীর কবির ওই এলাকার মৃত কাজী আব্দুস সালামের ছেলে। তিনি মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ।

আরও পড়ুন: জানাজা পড়তে গিয়ে সড়কে প্রাণ গেলো বৃদ্ধের

স্থানীয়রা জানান, সকালে আব্দুল ওয়াদুদ নামের এক প্রতিবেশী মারা যান। বিকেলে তার জানাজায় স্মৃতিচারণ করে বক্তব্য দিতে গিয়ে আলমগীর কবির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জানাজায় অংশ নেওয়া অন্যরা তাকে শহরের আল তাসরিফ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান বলেন, জানাজায় তিনি অসুস্থ অনুভব করেন। তাকে মাথায় পানি ঢালাসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অটোরিকশা করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।