সোনা নিয়ে দ্বন্দ্বে আহত ৩ পাচারকারী, ৪ বারসহ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:১৯ এএম, ১৩ মে ২০২৩
আহতদের পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোনা নিয়ে দ্বন্দ্বে তিন পাচারকারী আহত হয়েছে। চার সোনার বারসহ রক্তাক্ত অবস্থায় তাদের আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১২ মে) রাতে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ঘুঘরোগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক তিনজন হলেন- জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ানের ঘুঘরোগাছি গ্রামের হাসেম খানের ছেলে আছির উদ্দিন মাস্টার, একই গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে মাজাহার খান পল্টু ও রায়পুর বারান্দি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শাহাবুদ্দিন খান (৪০)।

chu-(2).jpg

দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জাগো নিউজকে বলেন, সোনা নিয়ে দ্বন্দ্বে নিজের মধ্য কোপাকুপির ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রক্তাক্ত অবস্থায় তিনজনকে আটক করে। তাদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত আছির উদ্দিন মাস্টার ও মাজাহার খান পল্টুকে পুলিশ উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। দুজনই সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া চার সোনার বার জব্দ করা হয়। যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

হুসাইন মালিক/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।