গুমোট মোংলার আকাশ, ভ্যাপসা গরম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৩ মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখার প্রভাব এখনো পড়েনি বাগেরহাটের মোংলা উপকূলে। শনিবার (১৩ মে) সকাল থেকে আকাশ মেঘলা। তবে ভ্যাপসা গরম বিরাজ করছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, এখনো মোংলা বন্দরে মোখা'র প্রভাব পড়েনি। আকাশ মেঘলা থাকার পাশাপাশি দু-এক জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। চলমান তাপপ্রবাহ কমে আসবে।

এদিকে শুক্রবার বিকেলে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারির পর মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের সন্ধ্যায় নামিয়ে আনা হয়েছে। ফলে জাহাজের পণ্য ওঠানামার কাজ বন্ধ আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্টিভিডরস কোম্পানি ও শিপিং এজেন্ট প্রতিনিধিরা।

শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই ও খালাস কাজ বন্ধ আছে বলেও জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাত হোসেন জাগো নিউজকে বলেন, জাহাজের কাজ বন্ধ। ঝড় শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে বন্দর কর্তৃপক্ষের (বোর্ড ও জনসংযোগ বিভাগ) উপ-সচিব মো. মাকরুজ্জামান জাগো নিউজকে বলেন, বন্দরের নিজস্ব এলার্ট-২ জারি আছে, এলার্ট-৩ জারি করা হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর দাশ জাগো নিউজকে বলেন, যদিও ঘূর্ণিঝড় মোখা আমাদের এদিকে আঘাত হানার তেমন সম্ভাবনা নেই। এরপরও আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আশ্রয়কেন্দ্র প্রস্তুত, খাবার ও ওষুধ মজুত করা হয়েছে। শুক্রবার বিকেল থেকেই অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্কীকরণের কাজ চলছে।

আবু হোসাইন সুমন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।