টাঙ্গাইলে জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৩ মে ২০২৩

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত সন্তোষে সরকারি জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ রোধে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১৩ মে) দুপুরে টাঙ্গাই শহরে সন্তোষ বাজারে মানববন্ধন কর্মসূচির পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সমিতির যুগ্ম-আহ্বায়ক মাসুম আহমেদ ও মশিউর রহমান প্রমুখ। পীর শাহজামান মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাসরত খান ভাসানী সভাপতিত্ব করেন।

আরও পড়ুন: তামাক শিল্প বাঁচিয়ে রাখতে চাষিদের মানববন্ধন

বক্তারা বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত এ মার্কেট। মাওলানা ভাসানী বলে গেছেন এখানে খেটে খাওয়া মেহনতী মানুষরা দোকান করে খাবে। এ মার্কেট কখনও ভেঙে দেওয়া হবে না। কিন্তু ভাসানী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এখানে বহুতল মার্কেট নির্মাণের পায়তারা করছেন। এখনও সময় আছে এ অবৈধ কাজ বন্ধ করুন। তা না হলে আমরা এর কঠিন জবাব দিতে প্রস্তুত আছি। মানববন্ধন শেষে যে স্থানে মাটি ভরাট কার্যক্রম চলছিলো সেখানে গাছের চারা লাগিয়ে দেওয়া হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।