রেলমন্ত্রী
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ শেষের পথে। চলতি বছরের জুনের মধ্যে কাজ শেষ হলে সেপ্টেম্বরেই দু’দেশের প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্বোধন করবেন।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর যেহেতু বড় প্রকল্প উদ্বোধন করা যায় না তাই এর আগে করা হবে।
বুধবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন রেলমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘নির্মাণের এক বছর পর পরীক্ষামূলক রেল পরিচালনা করা হবে। এ রেলপথ ডুয়েল গেজে নির্মাণ হলেও শুরুর দিকে মিটার গেজে চলবে। কেননা বাংলাদেশে এখনো মিটার গেজ রয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশের পুরো রেলপথ ডুয়েল গেজের আওতায় আনা হবে। ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত শিগগির ডুয়েল গেজ রেলপথ নির্মাণকাজ শুরু করা হবে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম