কুড়িগ্রামে চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১২:২১ পিএম, ১৮ মে ২০২৩
কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল হককে গ্রেফতার করেছে পুলিশ

চাঁদাবাজি মামলায় কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ মে) দিনগত রাতে সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, যুবদল নেতা নাজমুলের বিরুদ্ধে কাঁঠালবাড়ী বাংটুরঘাট এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছিল। ২০২২ সালের ওই মামলায় নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু তিনি পলাতক ছিলেন। বুধবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জাগো নিউজকে বলেন, গ্রেফতার নাজমুলকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

ফজলুল করিম ফারাজী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।