কুষ্টিয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২০ মে ২০২৩

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। শনিবার (২০ মে) বিকেলে পান্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. তানজিল শেখ (২০)। তিনি পান্টি ইউনিয়নের ওয়াসী গ্রামের মো. মনিরুল শেখের ছেলে। সে পান্টি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে তানজিলসহ কয়েকজন বন্ধু পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে গল্প করছিলেন। এ বন্ধু ইমন ওরফে ওবাইদা (২০) এসে তাদের সঙ্গে যোগ দেয়। একপর্যায়ে তানজিলের সঙ্গে ইমনের তর্কবিতর্ক হয়। এরমধ্যে ইমন তার পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আল-মামুন সাগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।