পটুয়াখালীতে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:০৮ এএম, ২১ মে ২০২৩

পটুয়াখালীতে পাঁচ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের কিসমত মৌকরণ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. শাহিন (২৮) ও রিফাত উল্লাহ (১৯)। এদিকে কিসমত মৌকরণ এলাকার মজিদ গাজীর ছেলে রহমান গাজী (৩৮) পলাতক রয়েছেন।

আরও পড়ুন: গাঁজা গাছ পরিচর্যা করে ঠাঁই হলো কারাগারে

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্ব পটুয়াখালীর সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আসা দুজন ইয়াবা চালানকারীদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে রহমান গাজীর বাড়ি থেকে ৫৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, গ্রেফতাররা এখন থানা হাজতে আছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। আগামীকাল তাদের আদালতে উপস্থাপন করা হবে।

আব্দুস সালাম আরিফ/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।