নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকবো: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২১ মে ২০২৩

নদীভাঙন রোধে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

রোববার (২১ মে) দুপুরে কুড়িগ্রামের বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে চিলমারীর কাচকোল এলাকার পথসভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকবো। অতীতের মতো এমন না যে নদীভাঙন শুরু হয়েছে কিন্তু পানিসম্পদ মন্ত্রণালয়ের কেউ আসেনি। সরকার এখন জোরেশোরে লক্ষ্য রাখে।

jagonews24

তিনি বলেন, করোনার সময় এত প্রণোদনা দেওয়ার পরও আমাদের প্রকল্পগুলো থেমে নেই। ধীরগতিতে চলছে সেটা আমরা স্বীকার করি। কিন্তু প্রকল্প আমরা বন্ধ করে দিইনি।

চিলমারীর কাচকোলে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও পথসভা শেষে প্রতিমন্ত্রী স্পিডবোটে বিকেল ৩টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান।

jagonews24

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

ফজলুল করিম ফারাজী/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।