প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

নেত্রকোনায় বিক্ষোভ, বিএনপি কার্যালয়ের আসবাবপত্রে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২২ মে ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি কার্যালয় থেকে আসবাবপত্র এনে সড়কে আগুন ধরিয়ে দেন। এসময় তারা বিএনপি নেত্রী ড. আরিফা জেসমিনের বাসায় ভাঙচুর করেন।

এদিকে দলীয় প্রধানকে হত্যার হুমকির ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন বাদী হয়ে আদালতে একটি মামলার আবেদন করেন। আবেদন গ্রহণ করে আদালত বিকেলে শুনানি হবে বলে জানান।

jagonews24

এর আগে শহরের ছোট বাজার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ভজন সরকারসহ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা 

এদিকে জেলা বিএনপি’র আহ্বায়ক ডা. আনোয়ারুল হক জানান, আওয়ামী লীগের দলীয় শ্লোগান দিয়ে কিছু নেতাকর্মী বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরের আসবাবপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। পরে তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আরিফা জেসমিনের বাসা ভাঙচুর চালায়।

jagonews24

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন। বিকেলে শুনানি হবে।

বিএনপির কার্যালয়ে আগুনে বিষয়ে তিনি জানান, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপি অফিসে আগুন দেয়নি।

এইচ এম কামাল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।