নাফ নদ থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ২ লাখ
কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী এ জরিমানা করেন।

এরফানুল হক বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা নাফনদের একটি খাল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে আসছিলেন। সতর্ক করার পরও বালু উত্তোলন অব্যাহত রাখে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনকারী ব্যবসায়ীদের জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারীসহ পাহাড় ও মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।
সায়ীদ আলমগীর/এসজে/এএসএম