‘যারা শক্তি প্রদর্শন করতে পারছে, তাদের কথায় রাষ্ট্র চলছে’
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, যারা শক্তি প্রদর্শন করতে পারছে, তাদের কথায়ই রাষ্ট্র চলছে। কিন্তু আমরা এটি চাই না। আমরা একটা ন্যায় বিচারের সমাজ চাই। যে সমাজে মানুষ তার অধিকার ও মর্যাদা নিয়ে ভালোভাবে বাঁচতে পারবে। আমরা এমন একটি দেশ চাই, যেখানে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে।
বুধবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে নেত্রকোনার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে সুলতানা বলেন, একটি সভ্য সমাজে এটি হতে পারে না। যদি একটাও হয়, সেটাও অপরাধ। তাই আমরা এটির প্রতিবাদ জানাবো। আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে, কোনো অপরাধীকে যে অপরাধের জন্য ধরা হয়েছে, তাকে সেই আনুপাতিক শাস্তির চেয়ে বেশি শাস্তি দেওয়া যাবে না। আরও বলা আছে, রাষ্ট্র এমন কোনো শাস্তি নির্ধারণ করতে পারবে না, যাতে সেই ব্যক্তির সুনাম বা অঙ্গহানি ঘটে কিংবা স্থায়ী কোনো ক্ষতি হয়।
আরও পড়ুন: সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার উপকারিতা
তিনি আরও বলেন, আইন মানুষকে শাস্তি বা কষ্ট দেওয়ার জন্য নয়। এটি শান্তিপূর্ণ জীবনযাপনের পরিবেশ তৈরির জন্য। আমরা এখন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি। তাই শুধু উন্নয়ন হলেই হবে না। সেই সঙ্গে সভ্যতারও বিকাশ হতে হবে।
অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্যের সভাপতিত্বে ও স্বপন কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠানে পুলিশ সুপার ফয়েজ আহমেদ, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, অ্যাডভোকেট সাইদ আহমেদ, মানবাধিকার কর্মী কল্যাণী হাসান, কোহিনুর বেগম, উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সঞ্জয় সরকার, কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী ও সাইফুল আরিফ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
এইচ এম কামাল/আরএইচ/এমএস