কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৫ মে ২০২৩

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুঃখিত চন্দ্র (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার কিসমত মাল ভাঙা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই যুবক উপজেলার মোগলবাসা ইউনিয়নের ওই গ্রামের শ্রী বিনাস চন্দ্রের ছেলে।

মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহফুজার রহমান জানান, দুঃখিত চন্দ্র বাড়িতে বিদ্যুৎ মিস্ত্রিসহ ওয়ারিংয়ের কাজ করছিলেন। অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়ির পিছনে থাকা পুকুরে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) মো. সাঈদ সরকার বলেন, মোগলবাসা ইউনিয়নে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন শুনেছি। পরিবারের লোকজন আসলে একটি ইউডি মামলা হবে।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।