ফরিদপুরে ১৫ দিনের বৈশাখী মেলা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৬ মে ২০২৩

ফরিদপুর সাহিত্য ও উন্নয়ন সংস্থার আয়োজনে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট চত্বরে এ মেলা শুরু হয়। মেলা চলবে ৮ জুন পর্যন্ত।

ফরিদপুর সাহিত্য ও উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

jagonews24

এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়, ফরিদপুর সাহিত্য ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল প্রমুখ

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।