মোংলায় বজ্রপাতে নিহত ১

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৭ মে ২০২৩
ফাইল ছবি

মোংলায় বজ্রপাতে এনামুল শেখ (৩৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এককজন।

শনিবার (২৭ মে) উপজেলার বন্দর শিল্প এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে। মৃত এনামুল শেখ বাগেরহাটের রামপাল উপজেলার কালেখাঁরবেড় ইউনিয়নের কালেখাঁরবেড় এলাকার ফজিলত শেখের ছেলে।

বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস জানান, দুপুর ১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বন্দর শিল্প এলাকার মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির পাশের বালুর মাঠে ড্রেজার দিয়ে বালু সরবরাহের পাইপ লাইনে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি ও বিদ্যুৎ চমকানি শুরু হয়। ফাঁকা মাঠে এনামুল শেখ ও মিলন শেখ কাজ করার সময় বজ্রপাত হয়। তাৎক্ষণিকভাবে তাদের মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান আশপাশের শ্রমিকরা। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এনামুল শেখকে মৃত ঘোষণা করেন। আহত মিলন শেখ চিকিৎসাধীন রয়েছেন।

আহত মিলন শেখ মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ এলাকার রেজাউল শেখের ছেলে।

এনামুল ও মিলন বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ড্রেজার ব্যবসায়ী শ্রীবাস মন্ডলের (৩২) কর্মচারী ছিলেন।

ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, বজ্রপাতে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়েছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দীন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আবু হোসাইন সুমন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।