নোয়াখালীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ইউপি চেয়ারম্যান আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২৮ মে ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমানকে আটক করেছে পুলিশ। তিনি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক।

রোববার (২৮ মে) ভোরে ঢাকার পল্টন এলাকার হোটেল ইম্পেরিয়াল থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন ওই চেয়ারম্যান। পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ তাকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঢাকা থেকে আটক করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এক ব্যক্তিকে গণপিটুনি

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিএনপি নেতা আবদুর রহমান তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেন। এ সংক্রান্ত এক মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে আসে। শুক্রবার (২৬ মে) থেকে তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

এ ঘটনার পর আবদুর রহমানের ছেলে নাজমুল হাসান হৃদয়, কেশারপাড় গ্রামের ইয়াসিনের ছেলে ইসমাইল হোসেন রাকিব ও বসন্তপুর গ্রামের জালাল আহমদের ছেলে জুনায়েদকে আটক করে পুলিশ।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।