মায়ের সঙ্গে নানা বাড়ি যাওয়া হলো না শিশু ছাফাউনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৭:২২ এএম, ২৯ মে ২০২৩
প্রতীকী ছবি

মায়ের সঙ্গে নানা বাড়ি যাওয়ার কথা ছিল শিশু ছাফাউনের (২)। তাই তাকে গোসল করিয়ে তৈরি করে রাখেন তার মা। কিন্তু শেষপর্যন্ত আর তার নানা বাড়ি যাওয়া হয়নি। ডোবার পানিতে পড়ে মারা যায় শিশু ছাফাউন।

রোববার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়নের রসুলপুর পূর্বপাড়ায় ঘটনাটি ঘটে। ছাফাউন সৌদিপ্রবাসী মো. লাদেন মিয়ার ছেলে।

আরও পড়ুন: তাবলিগে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, ছাফাউনকে নিতে তার দাদা বাড়ি আসবেন নানা-নানী। এজন্য দুপুরের দিকে ছাফাউনের মা তাকে গোসল শেষ করে খাবার খাওয়ান। এরপর তাকে ঘরের ভেতর বসে থাকতে বলে তারা পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। পরে ঘরে এসে তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের একটি ডোবার পানিতে ছাফাউনকে পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর শুনেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

রাজীবুল হাসান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।