নোয়াখালীতে ভেজাল খাদ্য উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:০১ এএম, ২৯ মে ২০২৩

নোয়াখালীতে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল তেল, ভিনেগার, জেলি ও টোস্ট বিস্কুট ধ্বংস করা হয়েছে।

রোববার (২৮ মে) বিকেল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিসিক শিল্প নগরীতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার দেবব্রত দাশ। সঙ্গে ছিলেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

নোয়াখালীতে ভেজাল খাদ্য উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিসিক শিল্প নগরীতে অনুমোদন ছাড়া ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি হচ্ছে বলে অভিযোগ পান নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। পরে তার নির্দেশে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার দেবব্রত দাশ অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

নোয়াখালীতে ভেজাল খাদ্য উৎপাদন, ৩ কারখানাকে জরিমানা

তিনি বলেন, সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে এলিট ফুড নামের একটি কারখানাকে ১ লাখ টাকা, আলম ফুডকে ৫০ হাজার ও অকটেন রিফাইনারি নামের আরেকটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।