ভূমিহীনদের সন্তানদের বিনা বেতনে পড়ার সুযোগের দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১০:১৩ এএম, ১১ মার্চ ২০১৬

ভূমিহীন-বস্তিবাসীদের সন্তানদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুযোগের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখা।

শুক্রবার নগরীর সদর রোড টাউন হলের সামনে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত  হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভূমিহীনদের সংগঠক বাসদ নেত্রী যোহরা রেখা, রসুলপুর বস্তির শাহিনুর বেগম, মো. আইনুদ্দিন, মো. জনি, চাদমারী বস্তির এসএসসি পরীক্ষার্থী তানজিলা রহমান, ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সভাপতি মিঠুন চক্রবর্তী, পলিটেকনিক শাখার সংগঠক সন্তু মিত্র, মামুন হোসেন প্রমুখ।

সাইফ আমীন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।