বাবা-ছেলের মাদক কারবার, বাধা দেওয়ায় ২ ভাইকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৯ মে ২০২৩

নোয়াখালী সদর উপজেলায় বাবা-ছেলের মাদক কারবারে বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

রোববার (২৮ মে) রাতে অশ্বদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব নুরপুর গ্রামে বদর শাহ মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত পোলট্রি ব্যবসায়ী আবদুল সাহেদ (২৯) ও তার ছোট ভাই আবদুল শামীমকে (২১) মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব নুরপুর বদর শাহ মসজিদ সংলগ্ন বাড়ির মনির হোসেন টিপু (৫২) ও তার ছেলে মেহেরাফ হোসেন ইমন (২২) এলাকায় নানা অনিয়মের সঙ্গে জড়িত। তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে মাদক সেবন ও কারবারের অভিযোগ দীর্ঘদিনের। কেউ প্রতিবাদ করলেই কিশোর গ্যাং দিয়ে তাকে নাজেহাল, আক্রমণ ও হয়রানি করা হয়।

জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে বাবা-ছেলের মাদক কারবারের প্রতিবাদ করায় অভিযুক্তরা স্থানীয় ডাক্তারহাট বাজারের পোল্ট্রি ব্যবসায়ী আবদুল সাহেদ ও তার ভাই আবদুল শামীমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে এ ঘটনায় আহত আবদুল সাহেদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা-ছেলেকে এলাকায় পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইলফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন টিটু হামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, অভিযুক্ত মেহেরাফ হোসেন ইমনের বিরুদ্ধে এলাকায় অনিয়মের অসংখ্য অভিযোগ রয়েছে। এসব বিষয়ে আগেও তাকে অনেকবার সতর্ক করা হয়। আহতরা সাধারণ ব্যবসায়ী। এ ঘটনার বিচার হওয়া উচিত।

অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন বাবলু জাগো নিউজকে বলেন, বাবা-ছেলে কর্তৃক দুই ভাইকে কুপিয়ে জখম করার বিষয়টি শুনেছি। অভিযুক্তরা বেপরোয়া তাই থানায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, খবর পেয়ে একজন উপ-পরিদর্শকের (এসআই) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেছে। আসামিরা গা-ঢাকা দেওয়ায় পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।