নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল পরিবার
পুলিশের সহায়তায় দীর্ঘদিন ধরে নিখোঁজ প্রতিবন্ধীকে ফিরে পেল পরিবার। সোমবার (২৯ মে) দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুর থানার পুলিশ ওই প্রতিবন্ধীকে তার বাবার হাতে বুঝিয়ে দেয়।
প্রতিবন্ধীর নাম নিয়ামত উল্লাহ (২৪)। তিনি উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
আরও পড়ুন: রাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোগান্তি
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, চলতি বছরের ২২ মার্চ দুপুরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় নিয়ামত উল্লাহ। নিখোঁজের পর নিয়ামত উল্লাহর বাবা-মা দীর্ঘদিন খোঁজাখুঁজির পর ছেলেকে ফিরে না পেয়ে হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জামালপুর জেলার ইসলামপুর রেলস্টেশন হতে নিখোঁজ প্রতিবন্ধী নিয়ামত উল্লাহকে উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে বাবার হাতে নিয়ামত উল্লাহকে বুঝিয়ে দেওয়া হয়।
এসকে রাসেল/আরএইচ/এএসএম