জাম পাড়তে গাছে উঠে প্রাণটাই গেলো

ফাইল ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাম পাড়তে গাছে উঠে পা পিছলে পড়ে নাসির (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিরের বাড়ি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে। তার বাবার নাম আকবার আলী।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে জাম পাড়তে গাছে ওঠেন নাসির। জাম পাড়ার সময় ডাল ভেঙে ৩০ ফুট ওপরে থেকে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাজশাহীতে নেওয়ার পথে নাসির মারা যান।
নিহতের ভাই আহম্মদ আলী ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
হুসাইন মালিক/এসআর/এমএস