মনোনয়নের দাবিতে জি এম কাদেরের গাড়িবহরে বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৯ মে ২০২৩

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গাড়িবহরে বাধা দিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার (২৯ মে) বিকেল ৩টার দিকে জিএম কাদের রংপুর থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসার পথে সৈয়দপুর শহরের ক্যান্টনেমেন্ট বাজার সংলগ্ন সিএসডি মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগামী সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে সৈয়দপুর উপজেলা জাপার আহ্বায়ক শিল্পপতি সিদ্দিকুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি তুলে গাড়িবহরে বাধা দেন নেতাকর্মীরা। এসময় জি এম কাদের বলেন, মনোনয়নের বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এককভাবে ৩০০ আসনে মনোনয়ন দেওয়া হবে। তার এ আশ্বাসে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।

gm-Kader-(2).jpg

এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দরে জি এম কাদের বলেন, ‘নেতাকর্মীরা তাদের ইচ্ছা-আশার কথা দলকে জানাবে এটাই স্বাভাবিক। এটা তেমন কোনো বিষয় নয়। তারা দলকে ভালোবেসে একটি দাবি করেছেন। এ বিষয়ে দল অবশ্যই সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘দেশ, জনগণ ও পার্টির স্বার্থে জোটবদ্ধ অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে। যদি জোট করি তাহলে অবশ্যই বড় দলের সঙ্গেই যাবো। যাতে মানুষের জন্য কাজ করতে পারি। সে লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।’

রাজু আহম্মেদ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।