ধানের কুঁড়া মিশিয়ে মসলা তৈরি, এক প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২৯ মে ২০২৩

কিশোরগঞ্জে ধানের কুঁড়া ও মানহীন পণ্য দিয়ে মশলা তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৯ মে) বিকেলে সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার শরীফুজ্জামান রিপন রাইস মিলে এ অভিযান চালানো হয়।

jagonews24

ভোক্তা অধিকার কার্যালয় সূত্র জানায়, বিকেলে সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার শরীফুজ্জামান রিপন রাইস মিলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মসলা তৈরির ভেজাল উপাদান পাওয়া যায়। তার মিলে মরিচ, হলুদ, ধনিয়া তৈরির মানহীন উপাদান ও গুঁড়ো করা ধানের কুঁড়া পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জনসম্মুখে ভেজাল মসলা ধ্বংস করা হয়।

এছাড়াও সতাল এলাকার রাজু স্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী রাখার দায়ে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

jagonews24

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, ভেজাল মসলা উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসকে রাসেল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।