ধানের কুঁড়া মিশিয়ে মসলা তৈরি, এক প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জে ধানের কুঁড়া ও মানহীন পণ্য দিয়ে মশলা তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৯ মে) বিকেলে সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার শরীফুজ্জামান রিপন রাইস মিলে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার কার্যালয় সূত্র জানায়, বিকেলে সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার শরীফুজ্জামান রিপন রাইস মিলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মসলা তৈরির ভেজাল উপাদান পাওয়া যায়। তার মিলে মরিচ, হলুদ, ধনিয়া তৈরির মানহীন উপাদান ও গুঁড়ো করা ধানের কুঁড়া পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জনসম্মুখে ভেজাল মসলা ধ্বংস করা হয়।
এছাড়াও সতাল এলাকার রাজু স্টোরে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধনী রাখার দায়ে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, ভেজাল মসলা উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসকে রাসেল/আরএইচ/এমএস