স্ত্রী হাসপাতালে, আড়ার সঙ্গে ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে মোতালেব শেখ (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের শুকদেব নগরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোতালেব শেখ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তার পক্ষে ওষুধ কেনার টাকা যোগাড় করা কষ্টসাধ্য হয়ে পড়ে। তাকে দেখার শোনার জন্য তার একমাত্র স্ত্রী ছিল। তিনি দুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। স্ত্রী হাসপাতালে ভর্তির কারণে মোতালেব শেখ মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে বাড়িতে কেউ না থাকায় ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস দেন তিনি।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস