ফরিদপুর

কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের নিন্দা প্রস্তাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:১৬ এএম, ৩০ মে ২০২৩
বিপুল ঘোষ, ছবি: সংগৃহীত

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে নিয়ে প্রকাশ্যে জনসভায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

এ ঘটনায় কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ ও নিন্দা প্রস্তাব জানিয়েছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (৩০ মে) জেলা আওয়ামী লীগের সুপারিশসহ নিন্দা প্রস্তাব কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, রোববার (২৮ মে) বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হককে নিয়ে জনসভায় বানোয়াট, ভিত্তিহীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ। ওই রাতেই জেলা আওয়ামী লীগের এক সভায় ওই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ ও নিন্দা প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, জেলা শ্রমিক লীগের পক্ষ থেকেও বিপুল ঘোষের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করা হয়েছে। জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ বলেন, রোববার বিকেলে এক জনসভায় কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে সুপারিশ ও নিন্দা প্রস্তাব জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষের বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি। একাধিকবার কল করেও মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ বলেন, এ ঘটনায় জেলা আওয়ামী লীগ বিস্মিত ও মর্মাহত। সুপারিশসহ নিন্দা প্রস্তাব মঙ্গলবার কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠানো হবে।

এন কে বি নয়ন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।