শেখ হাসিনার আমলে কোনো শ্রমিক ইউনিয়ন দখল-বেদখল হয় না: শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা আছে বলেই এখন শ্রমিক ইউনিয়ন দখল হয় না, মালিক সমিতি দখল হয় না, কোনো টার্মিনাল দখল হয় না। তিনি ক্ষমতায় আসার সময় বলেছিলেন, আমার শাসনামলে কোনো দখল-বেদখল হবে না। তিনি কোনো ইউনিয়ন দখল-বেদখল করেননি।
সোমবার (২৯ মে) সন্ধ্যায় নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি দেওয়ান কামাল আহম্মেদকে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, ‘২০১৪ সালে বিএনপি লাগাতার অবরোধ দিয়ে সারাদেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছিল। ওদের উদ্দেশ্য ছিল পরিবহন ব্যবস্থাকে অচল করে দিয়ে রক্তের সিঁড়ি বানিয়ে ক্ষমতায় আসা। তবে তাদের উদ্দেশ্য সফল হয়নি।’
রাজু আহম্মেদ/এসআর/জিকেএস