কুড়িগ্রাম সীমান্ত

বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে গুলির অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ৩১ মে ২০২৩
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটের আঘাতে মো. হাফিজুর রহমান হাফি (৪০) নামে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ মে) সকালে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের নাকারজান সীমান্ত এলাকার ৯৪০ এর ৬ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ভারত-বাংলাদেশের পাঁচ-সাতজনের একটি যৌথ চোরাকারবারি দল মাদক ও গরুর মাংস পাচারের উদ্দেশ্যে কাঁটাতারের বেড়ার পাশে যায়। তারা ঢিল ছুঁড়ে মাদক ও গরুর মাংসের পোটলা কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে পার করার চেষ্টা করেন। এ সময় ভারতীয় ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের অধীন সাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বাংলাদেশি যুবক হাফিজুর রহমান হাফি গুলিবিদ্ধ হন। সহযোগীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দিচ্ছেন। তার পরিবারের লোকজন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন উর রশিদ জাগো নিউজকে বলেন, আমি একজনের জানাজা শেষে ঘটনাটি শুনলাম। এখন পর্যন্ত বিজিবি আমাকে কিছুই জানায়নি। আহত ওই ব্যক্তি গোপনে কোথায় চিকিৎসা নিচ্ছেন জানি না।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী জাগো নিউজকে বলেন, ওই সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে আছে।

ফজলুল করিম ফারাজী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।