প্রেমের ফাঁদে ফেলে আটকে রেখে মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:৫২ এএম, ০১ জুন ২০২৩

চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১) চুয়াডাঙ্গা পৌর এলাকার জিনতলা মল্লিকপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন জিনতলা মল্লিকপাড়ার নয়ন আহমেদ (৩২), তার স্ত্রী বৃষ্টি খাতুন (৩০) এবং বদর আলীর ছেলে আসিফ আহাম্মেদ।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মতিউর রহমান (৩২) চুয়াডাঙ্গার দর্শনা হঠাৎপাড়ায় বসবাস করেন। কিছুদিন আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার জিনতলা মল্লিকপাড়ার নয়নের স্ত্রী বৃষ্টি খাতুনের সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদে ফেলে গত ২৬ মে সন্ধ্যায় মতিউরকে বাগানপাড়ার একটি নির্জন বাড়িতে ডেকে নেন বৃষ্টি।

পরে তাকে জিম্মি করে মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করের বৃষ্টি ও তার সহযোগীরা। একপর্যায়ে প্রতারক চক্রকে ২৮ হাজার টাকা দিলে তারা মতিউরকে ছেড়ে দেন। পরে অভিযুক্তদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন মতিউর। ঘটনাটি তদন্তে নেমে বুধবার আসামিদের গ্রেফতার করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান কাজল ওই তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

হুসাইন মালিক/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।