বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে সহপাঠীদের সঙ্গে গোসলে নেমে পুকুরে ডুবে নাসরিন আক্তার রিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিনাইল ইউনিয়নের আয়ড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নাসরিন আক্তার রিয়া ওই এলাকার আব্দুল হান্নানের মেয়ে। সে স্থানীয় আয়ড়া দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
ওই শিশুর বাবা বাবা আব্দুল হান্নান জানান, আমরা বাড়িতে ছিলাম না। দুপুরে এলাকার বেশ কয়েকজন সহপাঠীদের নিয়ে বাড়ির অদূরে একটি পুকুরে গোসলে নামে। নাসরিন আক্তার সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।
আরও পড়ুন: খুলনায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
এসময় সহপাঠীরা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আয়ড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এরতেজা হাসান বলেন, ওই শিশু পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করত। গত দুদিন থেকে শিশুটি মাদরাসায় আসেনি। দুপুরে সে এলাকার একটি পুকুরের পানিতে ডুবে শিশুরটির মৃত্যু হয়েছে।
জানতে চাইলে বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান বাদশা বলেন, দুপুরের দিকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
মো. মাহাবুর রহমান/আরএইচ/জেআইএম