কুমিল্লায় বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১১ মার্চ ২০১৬

কুমিল্লা মহানগরী থেকে বিদেশি অস্ত্রসহ সামদানী নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার দুপুরে ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম এর নেতৃত্বে ডিবির এসআই সহিদুল ইসলামসহ ডিবির একটি টিম অভিযান চালিয়ে মহানগরীর ঢুলিপাড়াস্থ জানু মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
 
ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতার সশস্ত্র সন্ত্রাসী মীর ফিদা হাসান সামদানী দীর্ঘদিন ধরে মহানগরী ছাড়াও আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তাকে গ্রেফতারে ডিবির একটি টিমটি চেষ্টা চালিয়ে আসছিল।

তিনি আরো জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে ঢুলিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে এ সময় তার সঙ্গে থাকা আরো ২ সহযোগী পালিয়ে যায়।

গ্রেফতার সামদানী মহানগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকার মীর আবদুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় চুরি ও ছিনতাইয়ের ৩টি মামলা রয়েছে।

মো. কামাল উদ্দিন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।