ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিলুফা আক্তার (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) রাত ৯টার দিকে বিরাসার-লালপুর সড়কের নাটাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিলুফা আক্তার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের সফর বাড়ির আকবর মাস্টারের স্ত্রী।
পুলিশ জানায়, নিলুফা আক্তার নাটাই সফর বাড়ি থেকে রাস্তার পূর্বপাশের কবরস্থানের দিকে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বেপরোয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়৷ স্থানীয়রা নিলুফাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস