বগুড়ায় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে রাজমিস্ত্রি আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০২ জুন ২০২৩

বগুড়ায় একটি পুরোনো বাড়ি সংস্কারের সময় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে মো. বাছেদ (৩৫) নামের এক রাজমিস্ত্রি আহত হয়েছেন।

শুক্রবার (২ জুন) সকাল ১০টার দিকে শহরের সূত্রাপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাড়ির ছাদে এখনো ককটেলসদৃশ দুটি বস্তু দেখা যাচ্ছে। বর্তমানে বাড়িসহ আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।

আহত বাছেদ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাছেদ শাজাহানপুর উপজেলার তারাইল গ্রামের মো. বাছেদের ছেলে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, ১৯৯৫ সালে দুলাল আহম্মেদ নামের এক ব্যক্তি সূত্রাপুর এলাকার এই টিনশেড বাড়িটি কিনে নেন। এরপর থেকে স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে তিনি ওই বাড়িতে বসবাস করতেন। ২০১৫ সালে দুলাল আহম্মেদের মৃত্যুর পর বাড়িটি তিনি স্ত্রী ছকিনা ও মেয়ে সেলিনা শিউলিকে দিয়ে দেন। এরপর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিনা শিউলি তার মাকে নিয়ে টিনশেড এ বাড়িতেই বসবাস করতেন। নতুনভাবে বাড়িটি পুনর্নির্মাণের জন্য শিউলি তিনদিন আগে বাড়িটি ছেড়ে দিয়ে এক ভাড়া বাসায় ওঠেন। শুক্রবার সকালে বাছেদ নামের ওই রাজমিস্ত্রি বাড়ির কাজ শুরু করেন। একপর্যায়ে টিনের ছাদ ওঠাতে গিয়ে একটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম ডিস্পোজাল টিম ঘটনাস্থলে আসার জন্য রওয়ানা হয়েছে। ওই টিম আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে আহত বাছেদের অবস্থা আশঙ্কামুক্ত।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।