নেতাকর্মীদের আব্দুর রহমান

‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ বাঁচবে, আপনারাও বাঁচবেন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০২ জুন ২০২৩

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বলেছেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। দলকে সুসংগঠিত করতে সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করুন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ বাঁচবে, আপনারাও বাঁচবেন।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত আলফাডাঙ্গা পৌরসদরের চৌরাস্তা, বাসস্ট্যান্ড, বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা বাজার, পাঁচুরিয়া ইউনিয়নের বেডির হাটবাজার ও ভেন্নাতলা বাজার, বানা ইউনিয়নের বানা বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন আব্দুর রহমান। গণসংযোগের আগে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় কথাগুলো বলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এ নেতা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান তারা, ইকবাল হাসান চুন্নু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইকলন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।