পাওনা টাকা চাওয়ায় যুবকের আঙুল কর্তন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৩ জুন ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পাওনা টাকা চাইতে গিয়ে হাতের আঙুল হারিয়েছেন লাহাবুল ইসলাম (২১) নামে এক যুবক। হাঁসুয়ার আঘাতে আঙুলটি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার।

শুক্রবার (২ জুন) বিকেলে দর্শনা পৌর এলাকার শাপলা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। তার দুই হাত ও কানে কোপের চিহ্ন রয়েছে।

আহত লাহাবুল দর্শনা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

আহত লাহাবুল বলেন, বেশ কিছুদিন আগে দর্শনা শাপলা পার্ক এলাকার ফকির চাঁদের ছেলে এনামুল আমার কাছ থেকে ফ্রিজ কেনার জন্য সাত হাজার টাকা ধার নেন। আমাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। শুক্রবার বিকেলে আমি তার বাসায় টাকা চাইতে গেলে এনামুল, তার স্ত্রী তাসলি এবং মেয়ে ইভা আমাকে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে কোপ দেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত এনামুলকে ধরতে অভিযান চলছে।

হুসাইন মালিক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।